মধ্যপ্রাচ্যে আটক প্রবাসীদের ছাড়িয়ে আনতে শায়খ আহমাদুল্লাহর আহ্বান
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রজনতার ওপর নির্বিচার গুলির প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে মধ্যপ্রাচ্যে আটক বাংলাদেশি শ্রমিকদের ছাড়িয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ।
আজ শুক্রবার (৯ আগস্ট) নিজ ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে এসব কথা বলেন শায়খ আহমাদুল্লাহ। ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ লেখেন, ‘মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনেক প্রবাসী বাংলাদেশি বৈষম্য-বিরোধী আন্দোলনের প্রতি একাত্মতা ও সমর্থন প্রকাশের জন্য মিছিল-সমাবেশ করে গ্রেপ্তার হয়েছেন। সেসব দেশে যে মিছিল-সমাবেশ নিষিদ্ধ, তা হয়ত তারা জানতেন না অথবা বিবেকের তাড়নায় ও আবেগের বশবর্তী হয়ে এ কাজ করে গ্রেপ্তার ও বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করছেন।’
শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, ‘নতুন সরকারের উচিত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদের মুক্ত করার ব্যবস্থা কর, প্রয়োজনে দেশে ফিরিয়ে আনা। আশা করি, তারা প্রবাসী ভাইদের মুক্ত করতে জরুরি পদক্ষেপ নেবেন।’
এর আগে বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য কামনা করে ফেসবুকে শায়খ আহমাদুল্লাহ লেখেন, ‘নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হলো। আমি এই সরকারের সাফল্য কামনা করছি। সর্ব-প্রকার জুলুম, অরাজকতা, চাঁদাবাজি এবং অপশাসনের অবসান হোক, এদেশের সকল ধর্মের মানুষ ভালো ও নিরাপদ থাকুক, নতুন সরকারের কথায় ও কাজে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন ঘটুক—এই প্রত্যাশা তাদের প্রতি।'