প্রধান বিচারপতির পদত্যাগের খবরে হাইকোর্ট ছেড়েছেন শিক্ষার্থীরা
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের খবরে হাইকোর্ট এলাকা ছেড়ে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ শনিবার (১০ আগস্ট) দুপুর ২টার পর থেকে হাইকোর্ট এলাকা ছাড়তে শুরু করেন আন্দোলনকারীরা।
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে দিতে হাইকোর্ট ত্যাগ করেন। এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন শিক্ষার্থীদের এ ব্যাপারে আশ্বস্ত করেন। এ এম মাহবুব উদ্দিন খোকন শিক্ষার্থীদের বলেন, প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা পদত্যাগ করতে যাচ্ছেন। আপনারা এখন চলে যান।
এর আগে দুপুর ১টার পর প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সন্ধ্যার মধ্যে পদত্যাগ করবেন জানানোর পর হাইকোর্ট এলাকা থেকে সবাইকে সরে যেতে অনুরোধ করেন সেনাবাহিনীর সদস্যরা।
এ সময় সেনাবাহিনীর সদস্যরা বলেন, আপনারা সুষ্ঠু বিচারের জন্য এ আন্দোলন করছেন। প্রধান বিচারপতি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। আপনারা এখন এ জায়গা থেকে সরে যান। এত ভিড়ের মধ্যে যেকোনো অঘটন ঘটতে পারে। তাতে বিচারশালা ক্ষতিগ্রস্ত হবে এবং আপনাদের আন্দোলন বাধাগ্রস্ত হবে। আপনারা সরে যান।