সদ্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্নীতির অনুসন্ধান শুরু
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে ঘুষ ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক।
আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুদক এ সিদ্ধান্ত নিয়েছে। দুর্নীতি দমন কমিশনের একজন ঊর্ধতন কর্মকর্তা এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ছাত্রজনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। একইদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন। ছাত্রজনতার দাবির মুখে এর তিনদিন পর দেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপর থেকে আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের দুর্নীতি অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক ও বাংলাদেশ ব্যাংক।