২০ লাখ টন খাদ্য মজুত আছে, সরবরাহ সন্তোষজনক : খাদ্য সচিব
খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন বলেছেন, ‘দেশে খাদ্য মজুত সন্তোষজনক। বর্তমানে খাদ্যের মজুত থাকার কথা ১৫ লাখ টন। এখন আছে প্রায় ২০ লাখ টন। সারা দেশে খাদ্য সরবরাহ স্বাভাবিক থাকায় দামও ধীরে ধীরে কমে আসছে।’
আজ রোববার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে খাদ্য সচিব এসব কথা বলেন।
সচিব ইসমাইল হোসেন বলেন, ‘অভ্যন্তরীণ বাজার থেকে খাদ্য সংগ্রহের টার্গেট পুরোপুরিভাবে সম্পন্ন হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে খাদ্য সংগ্রহ বেশি হয়েছে।’
খাদ্য সচিব বলেন, ‘বন্যাকবলিত এলাকায় ওএমএস এবং খাদ্য সহায়তা কর্মসূচি চালু হবে আজ (রোববার) থেকে। আগামী তিন মাস এ কর্মসূচি চলমান থাকবে। এতে সরকারের প্রায় ৯০ কোটি টাকা ব্যয় হবে।’