চাঁদপুরে পুকুরে ডুবে শিশুসহ দুজনের মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরে ডুবে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়ের কীর্তনখোলায় আলিফা (৩) ও গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের কাকৈরতলায় মো. দুলাল হোসেন (৫০) মারা যান।
শিশু আলিফা কীর্ত্তনখোলা গ্রামের আলী হোসেনের মেয়ে আর দুলাল হোসেন কাকৈরতলার মৃত আলী আহম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ৩টার দিকে নিজ বাড়ির পুকুরে গোসল করতে যান মো. দুলাল হোসেন। কিন্তু ঘণ্টাখানেক সময় পার হলেও তিনি ফিরে না আসায় পরিবার ও বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হয়। এরপর পুকুরে খোঁজাখুঁজি করে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, স্থানীয় ইউপি সদস্য মো. খোরশেদ আলম।
নিহত দুলালের পরিবার ও বাড়ির লোকজন জানায়, দুলাল হোসেন মৃগী রোগী ছিলেন। তিনি প্রায় সময় মৃগী রোগে আক্রান্ত হয়ে যেখানে-সেখানে অচেতন হয়ে পড়ে যেতেন। ধারণা করা হচ্ছে, তিনি গোসল করতে পুকুরে নেমে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে তলিয়ে যান। তাঁর স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।
গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল বলেন, মেম্বার, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানতে পেরেছি দুলাল হোসেন মৃগী রোগী ছিলেন। তিনি পুকুরে ডুবে মারা গেছেন।
এদিকে শিশু আলিফার বাবা আলী হোসেন জানান, বিকেলে নিজ বাড়ির উঠানেই খেলাধুলা করছিল আলিফা। বেশ কিছুক্ষণ দেখতে না পেয়ে পরিবার ও বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।