নাটোরে তিন মামলা থেকে খালাস পেলেন বিএনপিনেতা রুহুল কুদ্দুস দুলু
নাটোরে বিস্ফোরক, চাঁদাবাজি ও ভাঙচুরের তিনটি মামলায় খালাস পেয়েছেন বিএনপির সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মামলাগুলোতে বিএনপির শতাধিক নেতাকর্মীকেও খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের পৃথক দুটি আদালত থেকে তাদের খালাস দেওয়া হয়।
বাদী পক্ষের আইনজীবী রুহুল আমিন টগর জানান, ২০০৪ সালে তৎকালীন উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাতিজা সাব্বির আহমেদ গামাকে নলডাঙ্গা উপজেলার রামশারকাজীপুরে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এর জের ধরে বিক্ষুব্ধ গ্রামবাসী সন্দেহভাজন ব্যক্তিদের বাড়ি-ঘরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সফুরা বেগম, সুধীর চন্দ্র সাহা ও সেলিম রেজা নামে তিনজন চাঁদাবাজি, ভাঙচুর ও লুটপাটের মামলা দায়ের করেন। আসামি করা হয় দুলুসহ বিএনপির শতাধিক নেতাকর্মীকে।
দীর্ঘদিন পর মামলাগুলো থেকে খালাস পাওয়ায় শুকরিয়া আদায় করে দুলু বলেন, ‘ছাত্র জনতার আন্দোলনের সফলতার কারণে আজ ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য ছাত্র জনতা ও অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ।’