গোপালগঞ্জে বিএনপির গাড়িবহরে হামলায় গ্রেপ্তার দুই
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/09/15/gopalgang.jpg)
গোপালগঞ্জে কেন্দ্রীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার ঘটনায় জড়িত থাকা সন্দেহে আলিমুজ্জামান চৌধুরী (৫৫) ও সিজার শেখ (৩৫) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার গোবরা গ্রামের নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে গোপালগঞ্জ থানা পুলিশ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃত আলিমুজ্জামান চৌধুরী ওই গ্রামের মৃত বাকা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন গ্রাম্য ডাক্তার এবং সিজার শেখ একই গ্রামের ইংগুল শেখের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, শুক্রবার বিকেলে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় কেন্দ্রীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আলিমুজ্জামান চৌধুরী ও সিজার শেখকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি।
গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ঘোনাপাড়ায় কেন্দ্রীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের গাড়িবহরে হামলা চালায় স্থানীয়রা। এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হন এবং সভাপতি এসএম জিলানী ও তার স্ত্রী জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্নাসহ কমপক্ষে ৩৫ জন নেতাকর্মী মারাত্মক আহত হন।