সাবেক পৌর মেয়র আতাউর রহমান সেলিম গ্রেপ্তার
হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমকে (৫৭) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাতে রাজধানীর ধানমণ্ডির একটি প্রাইভেট হাসপাতালের নিচ থেকে তাকে আটক করা হয়। আটকের পরপরই তাকে র্যাব-২ এর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
সিলেটের র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে র্যাব ২ ও ৯ যৌথ অভিযান চালিয়ে হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিমকে গ্রেপ্তার করেছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হবিগঞ্জ শহরে রিপন শীল ও মোস্তাক আহমেদকে হত্যার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি।
মশিহুর রহমান সোহেল আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ বুধবার তাকে হবিগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হবে। হবিগঞ্জ সদর থানার এসআই হুমায়ুন কবির ও এএসআই আব্দুল ওয়াদুদের নেতৃত্বে পুলিশের একটি টিম আতাউর রহমান সেলিমকে হবিগঞ্জে নেওয়ার জন্য ঢাকায় এসেছেন।
এদিকে, হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আলম জানান, ঢাকায় র্যাব সদস্যরা আতাউর রহমান সেলিমকে গ্রেপ্তার করেছে। তাকে হবিগঞ্জ নিয়ে আসার জন্য সদর থানা পুলিশের একটি টিম ঢাকা গেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হবিগঞ্জ শহরে গুলিবিদ্ধ হয়ে রিপন শীল ও মোস্তাক আহমেদ মারা যায়। এই দুজনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় আতাউর রহমান সেলিম এজাহারভূক্ত আসামি। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।