লক্ষ্মীপুরে বন্যা দুর্গতদের জন্য বিএনপির ফ্রি মেডিকেল সেবা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/09/19/lakkhipur.jpg)
লক্ষ্মীপুরে বন্যা দুর্গতদের জন্য বিএনপির ফ্রি মেডিকেল সেবা। ছবি : সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় লক্ষ্মীপুর জেলায় বিভিন্ন স্থানে বন্যা দুর্গতদের চিকিৎসায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। আজ বৃহস্পতিবার দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলামের নেতৃত্বে রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়।
পৃথক দুটি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভূঁইয়া ও বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী এ্যানী।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডা. রফিক বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ যেকোনো দুর্যোগে বিএনপি ও অঙ্গ সংগঠন আগের মতো এবারও মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা রোগীদের চিকিৎসা সেবা ও বন্যা দুর্গতদের পুনর্বাসনে ঘর তৈরির জন্য ঢেউটিন ও জীবন মান উন্নয়নে গবদি পশু বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছি।