বরিশালে আদালত প্রাঙ্গণে পাল্টাপাল্টি হামলা, আহত ১০
বরিশালে পাল্টাপাল্টি হামলায় দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর আদালত প্রাঙ্গণে দফায় দফায় এই হামলার ঘটনা ঘটে। দাবি করা হচ্ছে, আওয়ামী লীগ ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে এই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। যদিও এই ঘটনায় রাত ৮টা পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল রোববার ঢাকায় গ্রেপ্তার সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহিদ ফারুক শামিমকে বরিশালের আদালতে হাজির করা হবে—এমন খবর ছড়িয়ে পড়ে। এ খবরে জাহিদ ফারুকের অনুসারী আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত প্রাঙ্গনে জড়ো হয়। এদিকে বিএনপিপন্থী আইনজীবীসহ যুবদলের নেতাকর্মীরাও সেখানে অবস্থান নেয়। একপর্যায়ে জেলা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শাহরিয়ার সচিব রাজীব ওরফে পণ্ডিত রাজীব ও নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুব শ্রমিক লীগ সভাপতি জয়নাল আবেদীন আহত হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়লে কাউন্সিলর জয়নালের অনুসারী আওয়ামী লীগের নেতাকর্মীরা দুটি ট্রাকে বোঝাই হয়ে এসে আদালত প্রাঙ্গণে বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ করে।
হামলা পাল্টা হামলার এসব ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়। পরে পরিস্থিতি শান্ত হলে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে সাবেক প্রতিমন্ত্রী বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ ফারুককে রাত সাড়ে ৭টার দিকে আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বরিশালে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাহিদ ফারুক শামীমকে প্রধান আসামি করে গত ২৩ আগস্ট কোতোয়ালি থানায় মামলা করে বিএনপি। মামলায় ৩৬৬ জনের নামোল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে আরও ৬০০ থেকে ৭০০ জনকে। গতকাল ঢাকায় আটক হওয়া জাহিদ ফারুককে সেই গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।