লালমনিরহাটে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ বিএনপির
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় লালমনিরহাটের বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিএনপি। আজ বুধবার (২ অক্টোবর) জেলার আদিতমারী উপজেলার তিস্তাতীরবর্তী মহিষখোচা ইউনিয়নের গোবর্ধন এলাকায় ১৫০ বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করে।
বিএনপি বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল ও তেল।
ত্রাণ বিতরণের আগে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
দুলু বলেন, ‘ভারতের ইঙ্গিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের চিন্তা স্থগিত করেছিল বিগত আওয়ামী লীগ সরকার। ফলে তিস্তা অববাহিকার লাখ লাখ মানুষ দিনের পর দিন বন্যাসহ নানা দুর্ভোগে দিন কাটাচ্ছেন।’
এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন।
এর আগে গতকাল মঙ্গলবার সদর উপজেলার দুটি ইউনিয়নের ৩০০ বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয় বিএনপির পক্ষ থেকে।
গত সোমবার রংপুর অঞ্চলের পাঁচ জেলার বিএনপি নেতাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন। এরপর পরই ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে দলটি।