কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি সোহরাব উদ্দিন গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/10/09/saabek_empi_sohraab.jpg)
কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিন। ছবি : র্যাবের সৌজন্যে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশ, হামলা ও অর্থ যোগানের অভিযোগে কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার (৯ অক্টোবর) বিকেল র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তার বিরুদ্ধে উপরোক্ত অভিযোগে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া থানায় মোট চার মামলা রয়েছে। যার দুটিতে তিনি ১ নম্বর ও দুটিতে ৩ নম্বর আসামি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিকে ডিএমপির ডিবি কার্যালয়ে হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।