যাত্রীবাহী বাস জিম্মি করে সর্বস্ব লুট, ধামরাইয়ে আটক ২
দূরপাল্লার একটি পরিবহণের চালক-সুপারভাইজারকে কুপিয়ে আহত করে বাস নিয়ন্ত্রণে নিয়ে ও যাত্রীদের ওপর হামলা চালিয়ে জিম্মি করে সর্বস্ব লুটে নিয়ে পালানোর সময় ধামরাইয়ে দুই ডাকাতকে আটক করেছে জনতা। ঘটনাটি ঘটেছে আজ শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ধামরাই উপজেলার বেলীশ্বর গ্রামে।
তবে ঘটনাটির শুরু সিরাজগঞ্জ জেলার কড্ডার মোড় থেকে। এ সময় আহত হয়েছে বাসের চালক হারুন অর রশিদ, সুপারভাইজার মমিন মিয়াসহ ১০ জন। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বাসের সহকারী ও যাত্রীদের কাছ থেকে জানা গেছে, রাত ৮টার দিকে ৪৩ জন যাত্রী নিয়ে ইসলাম পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বাসটি সিরাজগঞ্জের কড্ডার মোড়ে এলে সেখান থেকে ভোর চারটার দিকে টিকেট কেটে যাত্রী বেশে সাতজন ডাকাত ওঠে। পরে বাসটি টাঙ্গাইলের এলেঙ্গার ফাঁকা জায়গায় পৌঁছালে বাসের চালক, সুপারভাইজারকে ছুরিকাঘাত করে বাসটি তারা নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপর যাত্রীদের ওপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা করে ভয়ভীতি দেখিয়ে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় প্রায় ১০ জন আহত হয়। বাসটি ডাকাতদের একজন চালিয়ে মির্জাপুর থেকে ধামরাই-সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কে চলে আসে।
এরপর বাসটি মহিশাষী থেকে শোলধন হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী বাসস্ট্যান্ডে যাওয়ার সময় বেলীশ্বর পালপাড়া এলাকায় একটি কালভার্ট ভাঙা থাকায় বাসটি আর এগোতে পারেনি। এসময় ডাকাতদল বাস থামিয়ে পালানোর সময় দুই ডাকাতকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। অন্য ডাকাতরা পালিয়ে যায়।
তামিম হোসেন নামের এক যাত্রী জানান, কয়েক যাত্রী, চালক ও সুপারভাইজারকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে ভয়ভীতি দেখিয়ে যাত্রীদের কাছ থেকে স্বর্ণালঙ্কার, টাকা মোবাইলফোনসহ সর্বস্ব লুটে নেয় ডাকাতরা।
বাসের সহকারী সোহাগ ইসলাম জানান, সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে যাত্রীবেশে কয়েকজন ডাকাত ওঠে। এরপর এলেঙ্গার ফাঁকা জায়গায় এলে প্রথমে চালকের কপালে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর যাত্রীদের মারপিট করে সবাইকে জিম্মি করে সর্বস্ব ছিনিয়ে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বেলীশ্বর এলাকায় গিয়ে দুই ডাকাতকে থানায় আনা হয়েছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।