ঘন কুয়াশার চাদরে দিনাজপুর
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিনাজপুর জেলা। কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছেন। সকালে কাজে যেতে পারছেন না অনেকে। আবার দেরি করে গেলেও কাজ পাচ্ছেন না তারা।
আজ সোমবার (২৫ নভেম্বর) দিনাজপুর আবহাওয়া কার্যালয়ের পরিদর্শক তোফাজ্জল হোসেন বলেছেন, জেলায় আজকের তাপমাত্রা ১৩ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ ঘণ্টায় দুই কিলোমিটার। বাতাসের আদ্রতা ৯৪ শতাংশ। উত্তর থেকে আসা হিমেল হাওয়া বইছে। দিনের বেলায় কিছুটা গরম থাকলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। চলাচল করছে ধীরগতিতে।
তোফাজ্জল হোসেন আরও জানান, ডিসেম্বর মাসে শীতের তীব্রতা আরও অনেক বাড়বে। সেইসঙ্গে বয়ে যেতে পারে শৈত্য প্রবাহ।
দিনাজপুর শিশু হাসপাতাল ও সদর হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা অনেক বেশি। নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও হাঁপানিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্ক মানুষ।