দৈনিক নয়া দিগন্তের মুক্তাগাছা সাংবাদদাতা মুর্শেদ আর নেই
মুক্তাগাছা প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য, মুক্তিযুদ্ধ গবেষক ও লেখক মুর্শেদ আলম খাঁন লিটন (৫৯) গতকাল সোমবার রাত সাড়ে ৮টায় হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দৈনিক নয়া দিগন্তের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা সংবাদদাতা, হাজি কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
মুর্শেদ আলম খাঁন লিটন স্ত্রী, একমাত্র ছেলে এবং মা-ভাইবোনসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বাদ জোহর শহরের লক্ষ্মীখোলা কেন্দ্রীয় পৌর কবরস্থান মাদ্রাসা মাঠে জানাজায় হাজারো মুসল্লি শরিক হন। জানাজা শেষে লক্ষ্মীখোলার পৌর কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে দৈনিক নয়া দিগন্ত পরিবার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে। এ ছাড়া ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুক্তাগাছা প্রেসক্লাবের
সভাপতি এফ এম এ সালাম, সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, হাজী কাশেম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ এখলাছুর রহমান জুয়েল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এবং মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বজরং আগরওয়ালাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ
গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। জানাজার আগে আজ দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর মরদেহ মুক্তাগাছা প্রেসক্লাবের প্রাঙ্গণে রাখা হলে প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

আইয়ুব আলী, ময়মনসিংহ