দুবাই ফিরে যাওয়া হলো না সৈয়দ নুরের
দুবাই ফিরে যাওয়া হলো না মো. সৈয়দ নুরের (৩৭)। তিন মাস আগে ছুটিতে নিজ বাডিতে বেড়াতে এসেছিলেন তিনি। ছুটি শেষে আজ সোমবার (২ ডিসেম্বর) বিকেলে কর্মস্থল দুবাই ফিরে যাওয়ার কথা ছিল তাঁর।
চট্টগ্রামের চন্দনাইশের বরমা ইউনিয়নের দুবাই প্রবাসী মো. ছৈয়দ নুর আজ সকালে নিজ বাড়ির ছাদে বৈদ্যুতিক লাইনে কাজ করছিলেন। হঠাৎ পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। এরপর উদ্ধার করে তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিদেশে কর্মস্থলে ফিরে যাওয়ার আগে এমন মর্মান্তিক দুর্ঘটনায় তাঁর পরিবারে ও এলাকার মানুষের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
বরমা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাইনজড়ি নীলার বাপের বাড়ির মৃত নুরুল হকের একমাত্র ছেলে ছিল মো. ছৈয়দ নুর। জীবনে স্বচ্ছলতা আনতে কয়েক বছর আগে পাড়ি জমান দুবাইতে। তিন মাস আগে ছুটিতে বাড়িতে আসেন। মা, স্ত্রী, একমাত্র সন্তানকে নিয়ে আনন্দেই কাটছিল তাঁর সময়। ছুটি শেষে নিজ কর্মস্থল দুবাই চলে যাওয়ার জন্য বিমানের টিকিট সংগ্রহসহ সবকিছু শেষ করেছিলেন তিনি। আজ বিকেলে চট্টগ্রাম বিমান বন্দর থেকে ছিল তাঁর ফ্লাইট। কিন্তু ভাগ্য তাঁকে বিদেশ নয়, নিয়ে গেল পরপারে।
আজ বাদ আসর জানাজা শেষে ছৈয়দ নুরের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।