পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতার চূড়ান্তপর্বে সেরা ২৪
জনপ্রিয় ইসলামিক টিভি শো ‘পিএইচপি কুরআনের আলো’ প্রতিযোগিতার এবারের আসরের চূড়ান্ত বাছাই পর্ব আজ রাজধানীর মহাখালীতে কুরআনের আলো ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়েছে। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিযোগীর মাঝ থেকে সেরা ২৪ জনকে টিভি রাউন্ডের জন্য বাছাই করা হয়।
দেশের প্রতিভাবান কুরআনের হাফেজদের নিয়ে ২০০৭ সাল থেকে প্রতিভা আপনার, সহযোগিতা আমাদের এই স্লোগানে আয়োজিত হয়ে আসছে পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে প্রতিযোগিতা। এবার ১৭তম আসরে রেজিস্ট্রেশনের মাধ্যমে সারাদেশ থেকে ২৫ হাজার প্রতিযোগী এতে অংশগ্রহণ করে। সেখান থেকে প্রাথমিকভাবে পাঁচ শতাধিক প্রতিযোগী ইয়েস কার্ড পেয়ে ঢাকা রাউন্ডে এসে অডিশন দেয়। যার মধ্য থেকে টিভি রাউন্ডের জন্য সেরা ২৪ জনকে চূড়ান্ত বাছাই করা হয়।
আগামী পহেলা রমজান শুরু হয়ে ২৬ রমজান গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে প্রতিযোগিতার শেষ হবে। এনটিভির পর্দায় অনুষ্ঠানটি দেখতে পাবেন দর্শকরা। বিস্তারিত দেখুন ভিডিওতে…