ইসিতে দুদকের প্রতিনিধি দল
জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) গিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি প্রতিনিধি দল।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের ইটিআই ভবনে পৌঁছে প্রথম এনআইডি সেবা দেওয়া অংশ থেকে তথ্য সংগ্রহ করে দুদকের চার সদস্যের প্রতিনিধি দল। পরে তারা দুপুর দেড়টার দিকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠকে বসেন।
বৈঠকের আগে প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘এনআইডি সেবা সংক্রান্ত সমস্যা রয়েছে। আমরা ইটিআই ভবন থেকে কিছু তথ্য নিয়েছি। এখন ডিজি মহোদয়ের সঙ্গে কথা বলব। পরে এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।’