সংবিধান সংশোধন করে জনগণের চাওয়াকে গুরুত্ব দিতে হবে : জোনায়েদ সাকি
সংবিধান সংশোধন করে জনগণের চাওয়াকে গুরুত্ব দিতে হবে জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আমরা সবাইকে ইতিহাস থেকে শিক্ষা নিতে বলেছিলাম। কিন্তু শাসকরা কথা শোনেনি। ভবিষ্যতে যে সকল শাসকেরা ক্ষমতা চিরস্থায়ী করতে চাইবে, তাদের জুলাই-আগস্টের বিপ্লবের কথা মনে পড়বে।
শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হল চত্বরে ‘কেমন বাংলাদেশ চাই শীর্ষক গণসংলাপে’ প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি এসব কথা বলেন।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কঠোর দৃষ্টান্ত থাকার পরও শাসকরা তাদের চরিত্র বদলায় না। তারা বারবার একই চেষ্টা করে। সংবিধান সংশোধন করে জনগণের চাওয়াকে গুরুত্ব দিতে হবে। জনগণের মধ্য থেকে এটি রাজনৈতিক দল গঠন করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। যে রাজনৈতিক দল জনগণের প্রতিনিধিত্ব করতে পারে।
ময়মনসিংহের সমাবেশে জোনায়েদ সাকি আরও বলেন, সরকার, বিচার বিভাগ, সংসদ ও গণমাধ্যম এই চারটি স্তম্ভকে এমনভাবে পরিচালনা করতে হবে, যেন কেউ ক্ষমতা কুক্ষিগত করতে না পারে। সরকারকে অবশ্যই জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে। সরকার যা বলে, জনগণের কাছে এর ব্যাখ্যা দিতে হবে। বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ আলাদা থাকবে। গণমাধ্যমকে অবশ্যই পূর্ণ স্বাধীনতা দিতে হবে। এই চারটি প্রতিষ্ঠান যখন সঠিকভাবে কাজ করতে পারবে, তখনই রাষ্ট্র ভালো ভাবে পরিচালিত হবে।
এসময় আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলন ময়মনসিংহ জেলার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রাজীব, সদস্য সচিব মোসাদ্দিক আসিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।