ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে : সালাহউদ্দিন
জুলাইয়ের ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য তৈরি হয়েছে, সেখানে কোনো ফাটল যেন সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সর্বদলীয় সভা শেষে সাংবাদিকদের সালাহউদ্দিন আহমেদ এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাদের কাছে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রাখা; ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে, এটাকে গণঐক্যে রূপান্তরিত করা। আমরা যেন রাজনৈতিক সংস্কৃতি চর্চা করতে পারি। সেই ঐক্যকে রাজনৈতিক সংস্কৃতির মধ্যে নিয়ে আসতে পারি, সেই চেষ্টা করা। এটা ধরে রেখে যাতে জাতিকে এগিয়ে নিতে পারি, এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, আমাদের সেই প্রচেষ্টার কারণে সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে ছিল, আমাদের সাথে ছিল তাদের সবাইকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক যে কোনো বক্তব্য আমরা দিতে চাই। এখন যে কোনো ধরনের অনৈক্যের বীজ আমাদের মধ্যে যাতে বপণ করতে না পারে কোনো ফ্যাসিবাদী শক্তি বা ফ্যাসিবাদের দোসররা; সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, আমাদেরকে প্রধান উপদেষ্টা আহ্বান করেছিলেন, আমরা এসে আমাদের মতামত, পরামর্শ রাষ্ট্র পরিচালনায় যা দরকার; বিভিন্ন বিষয়ে যে মতামত আমাদের দেওয়া দরকার আমরা দিয়েছি।
ঘোষণাপত্র নিয়ে কোনো পরামর্শ ছিল কি না জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কিছু আলোচনা হয়েছে। সব রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য দিয়েছেন। আমরা প্রশ্ন করেছি, আজকে সাড়ে ৫ মাস পরে জুলাই ঘোষণাপত্রের প্রয়োজন ছিল কিনা? যদি থেকে থাকে সেটার রাজনৈতিক গুরুত্ব ঐতিহাসিক গুরুত্ব কি, সেগুলো নির্ধারণ করতে হবে। যাতে এই ঘোষণাপত্রকে ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য তৈরি হয় সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। যদি কোনো রাজনৈতিক দলিল ঐতিহাসিক দলিলের পরিণত হয় তাহলে সেটা অবশ্যই আমরা সম্মান করি। সেটা প্রণয়ন করতে গিয়ে যদি সংশ্লিষ্ট সকলকে অন্তর্ভুক্ত করা হয়, তাদের পরামর্শ নেওয়া হয়। আমরা প্রধান উপদেষ্টাকে সেই পরামর্শ দিয়েছি। আমি প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছি। আপনারা নজর রাখেন সেই হিসেবে পদক্ষেপ নেন। যাতে জাতীয় ঐক্যের মধ্যে কোনো রকম ফাটল সৃষ্টি না হয়। আমাদের মধ্যে যাতে কোনো ধরনের অনৈক্য তৈরি না হয়, সেই বিষয়ে আলাপ হয়েছে।
ঘোষণাপত্র নিয়ে বিএনপির অবস্থান কী ছিল জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা আমাদের পরামর্শ দিয়েছি বিভিন্ন রাজনৈতিক দলিল প্রণয়ন বিষয়ে।