১৭ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া
১৭ দিন যুক্তরাজ্যের ‘দ্য লন্ডন ক্লিনিকে’ চিকিৎসা নেওয়ার পর ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসায় তার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় চিকিৎসকরা আপাতত তাঁকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
স্থানীয় সময় গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে লন্ডনের দ্য ক্লিনিক হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলে বেগম খালেদা জিয়াকে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে বাসায় নিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তবে তাঁর লিভার প্রতিস্থাপনের বিষয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা এখনও কোনো সিদ্ধান্ত নেননি। বয়স ও স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, ‘খালেদা জিয়ার বড় ছেলে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে তিনি প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা নেবেন।’
উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাঁকে সেখানকার বিশেষায়িত বেসরকারি হাসপাতাল ‘দ্য লন্ডন ক্লিনিক’–এ ভর্তি করা হয়। বিএনপি চেয়ারপারসন লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসের জটিলতাসহ একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।