মুন্সীগঞ্জে দু’পক্ষের গোলাগুলিতে অন্তঃসত্ত্বা নারী আহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/01/31/munsiganj.jpg)
মুন্সীগঞ্জ সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক ডাকাতি মামলার আসামি কিবরিয়া মিজি ও কানা জহিরের মধ্যে গোলাগুলিতে অন্তঃসত্ত্বা এক নারী আহত হয়েছেন। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আধারা ইউনিয়নের কালিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পিংকি আক্তারের স্বজনেরা জানান, গতকাল বৃহস্পতিবার মেঘনা নদীতে গোলাগুলিতে দুজন নিহতের জেরে সকালে কানা জহিরের ভাই শাহিন বেপারি ও তার লোকজন কিবরিয়া মিজি পক্ষের লোক রাজু সরকারের বাড়িতে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। অতর্কিত গুলিতে আহত হন অন্তঃসত্ত্বা পিংকি। আহত অবস্থায় ৯ মাসের অন্তঃসত্ত্বা পিংকিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক বলেন, ওই নারী বর্তমানে আশঙ্কামুক্ত। শরীরের ডান পাশে কোমড়ের নিচে গুলি ঢুকে অপর পাশ দিয়ে বের হয়ে গেছে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে মেঘনা নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে কিবরিয়া মিজি ও কানা জহির দস্যুদলের সংঘর্ষে নিহত হন মুন্সীগঞ্জের কালিরচর ও চাঁদপুরের মতলব এলাকার দুজন।