গোপালগঞ্জে ঘন কুয়াশায় পাঁচ গাড়ির সংঘর্ষ, নিহত ১
গোপালগঞ্জে ঘন কুয়াশার কারণে দুটি বাস ও তিনটি ট্রাকের সংঘর্ষে আলী রাজ (২৮) নামে একজন নিহত হয়েছেন। তিনি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান চালক ছিলেন। এ সংঘর্ষে পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলী রাজের বাড়ি পিরোজপুর জেলায়। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রোমান মোল্লা জানান, গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতী বাসস্ট্যান্ড এলাকায় সকালে ঘন কুয়াশা থাকায় দুটি বাস ও তিনটি ট্রাকের সংঘর্ষ হয়। ট্রাক তিনটি দুমড়েমুচড়ে যায়, তবে বাস দুটি ক্ষতিগ্রস্ত হলেও ঘটনাস্থল থেকে চলে যায়।
এ দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস রাস্তা থেকে যানবাহন ও মালামাল কিছুটা সরিয়ে দিলে যান চলাচল ধীরগতিতে শুরু হয়। ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।