বিলুপ্তির পথে লক্ষ্মীপুরের কুটির শিল্প
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/07/kutir_shilpo_lokkhipur.jpg)
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ঐতিহ্যবাহী কুটির শিল্প প্রায় বিলুপ্তির পথে। এক সময় এই শিল্প ছিল এলাকার অর্থনীতির বড় অংশ। প্রযুক্তির উন্নতি, আধুনিক প্লাস্টিক পণ্যের সহজলভ্যতা ও বাজারের প্রতিযোগিতা কুটির শিল্পকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
রামগতির বহু পরিবার আগে কুটির শিল্পের সঙ্গে জড়িত ছিল। যেখানে তাঁত, মাটির হাঁড়ি-পাতিল, বাঁশ-বেতের পণ্যসহ বিভিন্ন হস্তশিল্প পণ্য তৈরি হতো। এ পণ্যগুলো স্থানীয় বাজার ছাড়াও অন্যান্য অঞ্চলে বিক্রি হতো। কিন্তু বর্তমানে কাঁচামালের দাম বৃদ্ধি, পণ্যের সঠিক দাম না পাওয়া এবং সরকারের সাহায্যের অভাবে কারিগররা তাদের পেশা বদলাচ্ছেন।
স্থানীয় কুটির শিল্পের কারিগর রাখাল দেবনাথ বলেন, ‘আগে এই শিল্পে ভালো আয় হতো। কিন্তু এখন আর লাভ হচ্ছে না। তাই পরিবার নিয়ে কষ্টে জীবনযাপন করছি।’
রামগতি পৌরসভা বিএনপির সভাপতি ও রামগতির সাবেক পৌর মেয়র শাহেদ আলী পটু বলেন, ‘কুটির শিল্প বর্তমানে বিলুপ্তির পথে। তবে, যদি সঠিক পরিকল্পনা নেওয়া হয় এবং সরকারি ও বেসরকারি সহায়তা পাওয়া যায়, তবে এই শিল্পকে পুনরুজ্জীবিত করা সম্ভব।’
সংশ্লিষ্টরা বলেন, কুটির শিল্প শুধুমাত্র অর্থনৈতিক গুরুত্বই নয়, এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্য। এটি বাঁচিয়ে রাখতে স্থানীয় প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তবে রামগতির কুটির শিল্প হয়তো একদিন স্মৃতি হয়ে থাকবে।