বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে মাদক-অস্ত্র জব্দ, আটক ২

ফরিদপুরের বোয়ালমারীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদক, পিস্তলসহ বেশ কিছু অপরাধমূলক সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ সময় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে।
গতকাল বুধবার (৫ মার্চ) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা বোয়ালমারী পৌর এলাকার হারুন কমপ্লেক্স ভবনে অভিযান চালানো হয়। এ সময় ভবনটির ফ্ল্যাটগুলোতে তল্লাশি চালিয়ে অস্ত্র, মাদক ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ পরিচালিত এ যৌথ অভিযান মার্কেটের তৃতীয় তলায় একটি গোপন লকার হতে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি ওয়াকি টকি সেট ও একটি ট্যাক্টিকাল দূরবীনসহ নানা ধরনের সরঞ্জামা জব্দ করা হয়। পরবর্তীতে ভবনের ছাদ সংলগ্ন একটি রুম তল্লাশি করে একটি এয়ার গান এবং কিছু পরিমাণ গাঁজা পাওয়া যায়।
যৌথবাহিনী সূত্রে আরও জানা যায়, ভবনটির মালিক কাজী আব্দুল্লাহ আল রশিদ পলাতক রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য ভবনের কেয়ারটেকার আকিদুল ইসলাম এবং তিনতলায় থাকা রেস্টুরেন্টের ম্যানেজার কাজী মুশফিককে আটক করা হয়েছে। অভিযান শেষে অস্ত্র ও মাদকদ্রব্যসহ সন্দেহভাজন আকিদুল ও মুশফিককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাজী হারুন শপিং কমপ্লেক্সে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রকৃত অপরাধীকে ধরতে পুলিশ তৎপর রয়েছে। যৌথবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।