চীন সফর শেষে দেশে ফিরছেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা

বৃহস্পতিবার সকালে চীনের কুনমিং শহর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা করেন রাজনৈতিক প্রতিনিধি দল। ছবি: এনটিভি
চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সফররত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বাধীন রাজনৈতিক দলের প্রতিনিধিরা দেশে ফিরছেন।
আজ বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ সময় সকাল ১০টায় চীনের কুনমিং শহর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা করেছেন তারা।
বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে ২৪ ফেব্রুয়ারি বিএনপিসহ সাতটি রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ একটি প্রতিনিধিদল চীন সফরে যায়।