ফুলছড়িতে বিএনপি কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ

গাইবান্ধা ফুলছড়ি ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দলীয় অফিসে ইফতার মাহফিল ও আলোচনা সভা শেষে নেতাকর্মীরা তারাবির নামাজ আদায় করতে গেলে একদল যুবক সেখানে হামলা চালায়। তারা কার্যালয়ের চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে এবং পরে আগুন ধরিয়ে দেয়।
ফুলছড়ি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নূরুজ্জামান শেখ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণেই আওয়ামী সন্ত্রাসীরা আমাদের কার্যালয়ে হামলা চালিয়েছে।’
ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকাদ্দেস হোসেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা রাতেই মশাল মিছিল করেছেন।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’