মাদারীপুরে ব্যবসায়ীদের মধ্যে তারেক রহমানের পক্ষে ঈদ শুভেচ্ছা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাহান্দার আলী জাহান জেলার ২০ হাজার ব্যবসায়ীকে ঈদের শুভেচ্ছা কার্ড বিতরণ করেছেন। আজ সোমবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে পুরান বাজার ব্যবসায়ীদের মধ্যে এই কার্ড বিতরণের উদ্বোধন করেন জাহান্দার আলী জাহান। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জাহান্দার আলী জাহান বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে জেলায় বড় কোনো ইফতার মাহফিলের আয়োজন করা হয়নি। তবে জেলার প্রায় প্রতিটি ইউনিয়নে রোগমুক্তি কামনা করে ইফতারির আয়োজন চলছে। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জেলার প্রায় ২০ হাজার ব্যবসায়ীকে ঈদের শুভেচ্ছা কার্ড দেওয়া হচ্ছে। এর মাধ্যমে তারেক রহমান ব্যবসায়ীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।
পুরান বাজারের কালাম নামে এক ব্যবসায়ী বলেন, ‘বিএনপির পক্ষ থেকে জাহান্দার ভাই আমাদের হাতে ঈদের শুভেচ্ছা কার্ড দিয়েছেন। এটা দীর্ঘ দিন পর হলেও আমরা পেয়েছি। কারণ বিগত দিনে বিএনপির নেতাকর্মীদের মাঠে দাঁড়াতে দেয়নি আওয়ামীলীগের নেতাকর্মীরা। আশা রাখি বিএনপি এবার নির্বাচনে ভালো ফলাফল করবে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি বাবুল হাওলাদার, সাবেক যুগ্মা সাধারণ সম্পাদক লাভলু হাওলাদার, সাবেক দপ্তর সম্পাদক মোস্তাক আহমেদ, ওলামা দলের আহ্বায়ক মিজানুর রহমান শরীফ প্রমুখ।