আ.লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগে বিক্ষোভ, রাজু ভাস্কর্যে গণইফতার

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে সারা দেশে। এই দাবিতে গত কয়েকদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। এ নিয়ে গতকাল শুক্রবার (২১ মার্চ) সারা দিন উত্তপ্ত ছিল রাজনীতির মাঠ।
শনিবারও (২২ মার্চ) আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে ছাত্র-জনতা। মিছিলের নেতৃত্ব দেয় জুলাই মঞ্চ।
শনিবার দুপুর দুইটার দিকে ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী বিভিন্ন স্লোগানের প্ল্যাকার্ড নিয়ে টিএসসি থেকে মিছিল করতে করতে শাহবাগ আসে। এ সময় তারা শাহবাগ মোড়ে বসে পড়ে। আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ‘কথা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। কিন্তু এখন বলা হচ্ছে, হবে না। কেন করা হবে না? আমরা বিপ্লবীরা কি মরে গেছি? জুলাই বিপ্লবে যারা আমাদের ভাইদের পাখির মতো হত্যা করেছে, তাদের আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেব না।’

এদিকে আজ শনিবার বিকেল ৫টায় একই দাবিতে গণঅবস্থান কর্মসূচি শুরু পালন করবে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন’ নামের একটি প্লাটফর্ম।
গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনের সদস্য ইসমাইল পাটোয়ারী বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিকেলে আমরা রাজু ভাস্কর্যের পাদদেশে গণঅবস্থান কর্মসূচি পালন করব। আমরা এখানে গণইফতারের আয়োজন করছি। গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।