ঈদযাত্রায় পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ নেই

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের অতিরিক্ত চাপ নেই। ছবি: এনটিভিন অনলাইন
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের অতিরিক্ত চাপ নেই। এর ফলে ভোগান্তি ছাড়াই নদী পারাপার হতে পারছে যানবাহন। ভোগান্তি কমেছে মানুষের।
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে বাংলাদেশ অভ্যন্তরিণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, এই মুহুর্তে ঘাট এলাকায় বাস এবং ছোট গাড়ী ঘাটে এসেই সরাসরি ফেরীতে উঠে পারাপার হয়ে যাচ্ছে।
যাত্রী ও যানবাহন পারাপারের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট-বড় মোট ১৭টি ফেরী চলাচল করছে।
পদ্মা সেতু চালুর পর থেকে পাটুরিয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঈদের ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ কমে গেছে।