নওগাঁর বদলগাছীতে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর। দেশের মানুষ যখন ঈদ উদযাপন ও কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে, ঠিক তখনই বদলগাছী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজ শহরের ময়লা আবর্জনা ও পলিথিন পরিষ্কার অভিযানে নেমেছে।
বদলগাছী উপজেলা বিএনপির আয়োজনে আজ রোববার (৩০ মার্চ) সকাল ১১টা থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, আবাসিক এলাকা ও সড়কে একযোগে শুরু হয় এ পরিচ্ছন্নতা অভিযান। এ অভিযান প্রতি মাসে অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছে।
জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুলের সভাপতিত্বে অভিযানে অংশ নেন উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মুমিনুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক ইউনুছার রহমানসহ শ্রমিক দল, ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেন, ‘এই উপজেলা আমাদের। এখানে বাসাবাড়ি ও রাস্তায় রাস্তায় যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার একটা প্রবণতা দেখা দেয়। এ ছাড়া প্রধান সড়কগুলোতেও ময়লা জমা হয়ে থাকতে দেখা যায়। ঈদ বাজারের কারণে মার্কেটের সামনেও নানা ধরনের ব্যাগ ও পলিথিন পড়ে থাকতে দেখা যায়। আমরা এ জন্যই আগে নিজ উপজেলাকে পরিষ্কার রাখতে এ উদ্যোগ নিয়েছি।’