বায়তুল মোকাররমে বিপুল মুসল্লির অংশগ্রহণে ঈদের প্রথম জামাত

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩১ মার্চ) সকাল ৭টায় এ জামাত শুরু হয়। ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিপুল মুসল্লি দলে দলে এসে প্রথম ঈদ জামাতে অংশ নেন।
ঈদের প্রথম জামাতে ইমাম ছিলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।
আজ ফজরের নামাজের পর থেকে ঢাকাবাসী জায়নামাজ হাতে জাতীয় মসজিদে যেতে শুরু করেন মুসল্লিরা। ঈদের নামাজ পড়ে দোয়া মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।
মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয় গাজাবাসীসহ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধির। এ ছাড়া জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষভাবে দোয়া করা হয়। মোনাজাত শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
সকাল ৮টায় দ্বিতীয় জামাত শুরু হবে। এতে ইমাম থাকবেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন প্রধান খাদেম মো. নাসিরউল্লাহ।

সকাল ৯টায় তৃতীয় জামাতে ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ড. মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান। মুকাব্বির থাকবেন খাদেম মো. আব্দুল হাদী।
সকাল ১০টায় চতুর্থ জামাতে ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক ড. মুশতাক আহমদ। মুকাব্বির থাকবেন খাদেম মো. আলাউদ্দীন।
সকাল পৌনে ১১টায় পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ। মুকাব্বির থাকবেন খাদেম মো. রুহুল আমিন।
ওই পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মো. জাকির হোসেন।