রাজশাহীতে দেড় কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী নগরীতে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে নগরীর কর্ণহার থানার হাওয়ার মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- রাজশাহীর পবা উপজেলার তেঘর মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল গফফারের ছেলে সোহেল রানা (৩৭) ও তানোর উপজেলার আকসা এলাকার আবদুল সরকারের ছেলে উজ্জল সরকার (৪২)।
আজ শনিবার (৫ এপ্রিল) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
সাবিনা ইয়াসমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার বিকেল ৩টায় কর্ণহার থানা পুলিশের একটি টিম হাওয়ার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আসামি সোহেল ও উজ্জ্বলকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
সাবিনা ইয়াসমিন আরও জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কর্ণহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।