নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন আনু। ফাইল ছবি
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন আনুকে (৩৮) গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ পুলিশ।
গতকাল সোমবার (৭ এপ্রিল) রাতে গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আনোয়ার হোসেন আনু গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের কোনা গ্রামের বাসিন্দা। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক এবং এসএম হল শাখার সেক্রেটারি ছিলেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, গোপালগঞ্জের ঘোনাপাড়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে আনোয়ার হোসেন আনুকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।