গাজা ও রাফায় গণহত্যার প্রতিবাদে র্যালি করবে বিএনপি

বিএনপির লোগো
গাজা ও রাফায় গণহত্যা প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানী ঢাকাসহ সব মহানগরে প্রতিবাদ ও সংহতি র্যালি করবে বিএনপি।
আজ বুধবার (৯ এপ্রিল) দলের সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে বিকেল ৪টায় শুরু হয়ে র্যালিটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামটরে গিয়ে শেষ হবে।
সব মহানগরেও এই কর্মসূচি বৃহস্পতিবার পালিত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রতিবাদ ও সংহতি র্যালিতে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসহ জনগণকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছে বিএনপি।