ইশরাককে মেয়র ঘোষণার গেজেট করতে আইন মন্ত্রণালয়ের মতামত চায় ইসি

২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। তাকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করা যাবে কিনা, সে বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা এ সংক্রান্ত এক চিঠি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
ইশরাককে মেয়র হিসেবে ঘোষণার আদালতের রায়ের কপি গত সপ্তাহে ইসিতে আসার পর আইন মন্ত্রণালয়ের কাছে এবার মতামত চাইল ইসি।
ইসি সূত্রে জানা গেছে, আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর গেজেট প্রকাশের সিদ্ধান্ত নেবে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি।
২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের প্রার্থী ইশরাক হোসেনের গাড়িবহরে হামলা করা হয়, ইভিএম মেশিনে ভোট জালিয়াতি করা হয়, নির্বাচনে ভোটারদের ভোটগ্রহণে বাধা দেওয়া হয়, নির্বাচনে ভোট জালিয়াতি করা হয়। এতসব জালিয়াতির পরেও নির্বাচন কমিশন শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করে। নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে ২০২০ সালের ৩ মার্চ ইশরাক হোসেন বাদী হয়ে মামলা করেন। শুনানি শেষে সম্প্রতি আদালত পূর্ণাঙ্গ শুনানি নিয়ে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করেন।