পানি সংকটে ১৫ হাজার মানুষ, ঝালকাঠি পৌরসভা ঘেরাও

তীব্র গরমে ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। দিনের বেশিরভাগ সময় পৌরসভার সরবরাহকৃত পানি না পাওয়ায় গত দুই বছর ধরে চরম দুর্ভোগে পড়েছেন এই ওয়ার্ডের প্রায় ১৫ হাজার মানুষ।
আজ বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে পানির দাবিতে শত শত নারী-পুরুষ পৌরসভার সামনে বিক্ষোভ করেন। তারা প্রায় এক ঘণ্টা পৌরসভা ভবন ঘেরাও করে রাখেন। পরবর্তীতে বিক্ষোভকারীরা ঝালকাঠি প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানান, ঝালকাঠি শহরের কাঠপট্টি, লঞ্চঘাট, কলাবাগান, পৌর খেয়াঘাটসহ বিভিন্ন এলাকায় পৌরসভার সরবরাহকৃত পানি দিনের বেশিরভাগ সময় ধরেই পাওয়া যাচ্ছে না। বর্তমানে গ্রীষ্মের মৌসুম শুরু হওয়ায় পানি সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। এর ফলে স্থানীয় বাসিন্দারা খাওয়া, গোসল, রান্নাসহ দৈনন্দিন প্রয়োজনীয় কাজে চরম বিপাকে পড়েছেন। বাসিন্দাদের অভিযোগ, পৌর কর্তৃপক্ষ নষ্ট পাম্প ও নাজুক সরবরাহ ব্যবস্থাকে দায়ী করে নিজেদের গাফিলতি ঢাকছেন।
মানববন্ধনে বক্তব্য দেন লঞ্চঘাট এলাকার বাসিন্দা আনিস হাওলাদার, কাঠপট্টি এলাকার মিলন মৃধা, লিজা আক্তার ও পারভিন বেগম। তারা অবিলম্বে পানি সমস্যার সমাধানের দাবি জানান।
এ বিষয়ে ঝালকাঠি পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি শাখার দায়িত্বে) কামরুল হাসান বলেন, নিরবচ্ছিন্ন পানি সরবরাহের জন্য সনাতন পদ্ধতি বাদ দিয়ে পুরো প্রক্রিয়াকে আধুনিকায়ন করার কাজ চলছে এবং শীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে।
তবে কবে নাগাদ এই আধুনিকায়ন সম্পন্ন হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি এই প্রকৌশলী।