বাঘ প্রতীক ফেরাতে সিইসির সঙ্গে বৈঠক

নিবন্ধন ফেরত পেতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) প্রতিনিধিদল। আজ বুধবার (২৩ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দলের মহাসচিব হারুন আল রশিদ খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল সিইসির সঙ্গে এ বৈঠক করে।
বৈঠক শেষে দলটির মহাসচিব হারুন আল রশিদ খান বলেন, আমাদের দলটির নিবন্ধন ছিল। কিন্তু ২০২১ সালের ২৮ জানুয়ারি তৎকালীন নির্বাচন কমিশন আমাদের জেলা পর্যায়ে কার্যালয় এবং পর্যাপ্ত সদস্য না পাওয়ার অভিযোগে সেই নিবন্ধন বাতিল করে।
হারুন আল রশিদ খান আরও বলেন, পুনরায় যাতে নিবন্ধন পাই তা বিবেচনার জন্য আমরা সিইসির সঙ্গে সাক্ষাৎ করেছি। সিইসি আমাদের যে পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শ মোতাবেক আমরা কাজ করব।
নিবন্ধন প্রথা চালু হওয়ার সময় ২০০৮ সালে নিবন্ধন পেয়েছিল পিডিপি। দলটির প্রতীক ছিল বাঘ।