পটুয়াখালী তাপ বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ শেডে ভয়াবহ আগুন

পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে সদ্য চালু হওয়া ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিএল) স্ক্র্যাপ শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গতকাল রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রায় ২০ একর এলাকা জুড়ে থাকা স্ক্র্যাপ শেডে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে নৌবাহিনীর একটি দলও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। রাত ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় স্ক্র্যাপ শেডের ১৩-১৪টি ডিউটি পোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হাজার টনের মতো পরিত্যক্ত স্ক্র্যাপ ও লোহা-লক্কর পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন জানান, মূল পাওয়ার প্ল্যান্টের কোনো ক্ষতি হয়নি। শুধুমাত্র পরিত্যক্ত লোহা, টিন এবং কিছু কাঠের ক্ষতি হয়েছে।
আশরাফ উদ্দিন আরও জানান, আগুনের সূত্রপাত উদঘাটন ও ক্ষয়ক্ষতি নিরূপণে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসাইন জানান, আমাদের কলাপাড়া টিম সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ইউনিট এবং রাত ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণ উদঘাটনে তদন্ত চলছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম জানান, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল স্থাপনা থেকে প্রায় ৫০০ মিটার দূরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিরূপণে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।