নিরীহ লোকদের মামলা দিয়ে হয়রানি করা যাবে না : আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্টের পর হয়রানির উদ্দেশে অনেককে বিভিন্ন মামলায় আসামি করা হচ্ছে। আজ সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজিপি এ কথা বলেন।
আইজিপি বলেন, ৫ আগস্টের পর একটি মহল হয়রানির উদ্দেশ্যে মূল আসামির সঙ্গে অসংখ্য নিরীহ মানুষকে মামলায় আসামি করছেন। এ বিষয়টি আমাদের নজরে রয়েছে। নিরীহ লোকদের মামলা দিয়ে হয়রানি করা যাবে না।
এ সময় মিথ্যা মামলায় প্রতারিত হয়ে কাউকে টাকা না দেওয়ার পরামর্শ দেন আইজিপি।
ব্রিফিংয়ে পুলিশ সপ্তাহ নিয়ে আইজিপি বলেন, মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে তিন দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৫ শুরু হচ্ছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তা উদ্বোধন করবেন।
আইজিপি বাহারুল আলম বলেন, অনাড়ম্বর নয়, এ বছর আমরা কার্যকর পুলিশ সপ্তাহ পালন করতে চাই। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে পরিকল্পনা শুনে কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এ ছাড়া এবারের পুলিশ সপ্তাহে নাগরিক সমাজের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।