গাজীপুরে ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল ক্লিনিকে জরিমানা

গাজীপুরের মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি মামলায় কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার এবং ইসলামিয়া ডেন্টাল ক্লিনিকে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ।
সোমবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ কালীগঞ্জ পৌর এলাকার সেন্ট্রাল হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন।
এ সময় মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটারি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এর ৮ ও ১৩ ধারা লঙ্ঘন করায় মুনসুরপুর গ্রামের আব্দুল বাসেদের ছেলে আরিফুর রহমানকে (৪১) ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ইসলামিয়া ডেন্টাল ক্লিনিকে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা লঙ্ঘনের দায়ে নরসিংদীর পলাশ উপজেলার কাজৈর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ফয়সালকে (৩৪) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট দুটি মামলায় দুই লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা ও বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন মো. আলামিন ভূঁইয়া।