ছয় মাস পর মাটি খুঁড়ে মুক্তি পেলেন অপহৃত নারী ও বৃদ্ধ

সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রায় ছয় মাস আটক থাকার পর মাটি খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করে পালিয়ে মুক্তি পেয়েছেন অপহৃত এক নারী ও বৃদ্ধ। শুক্রবার (২ মে) রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মুক্তি পাওয়া শিল্পী খাতুন চান্দাইকোনা ইউনিয়নের লক্ষ্মিবিষ্ণুপ্রসাদ গ্রামের মুনসুর আলীর স্ত্রী ও বৃদ্ধ আব্দুল জব্বার একই ইউনিয়নের পূর্বপাইকড়া গ্রামের মৃত রুস্তম শেখের ছেলে।
ভুক্তভোগীরা জানায়, সোনারাম পূর্বপাড়া গ্রামের সুমনের বাড়িতে গ্রাম্য চিকিৎসক নাজমুল ইসলাম আরাফাতের তৈরি বন্দিশালায় তারা আটক ছিলেন। পূর্বশত্রুতার জেরে তাদের অপহরণ করে আটকে রাখা হয়েছিল। দীর্ঘ ছয় মাস জিম্মি থাকার পর আজ শুক্রবার ভোররাত ৩টার দিকে কেঁচি দিয়ে মাটি খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করে। পরে সেখান থেকে বের হন। পরে অপহরণকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ, সেনাবাহিনী, সংবাদকর্মীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বন্দিশালার সন্ধান পায়। এ সময় চক্রের সদস্য নাজমুল ইসলাম আরাফাতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ভুক্তভোগীরা আরও জানান, তারা ছয় মাস একটি অন্ধকার ও দমবন্ধ পরিবেশে বন্দী ছিলেন। আরাফাতের ফেলে যাওয়া কেঁচিই তাদের মুক্তির উপায় হয়। কেঁচি দিয়ে মাটি খুঁড়ে তারা বেরিয়ে আসেন। আরাফাতের সঙ্গে তাদের পুরোনো শত্রুতা ছিল। যে কারণে শিল্পীকে অপহরণ করে বন্দী করে রাখা হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিখোঁজ দুই ব্যক্তির পরিবার থেকে অভিযোগ দেওয়া হয়েছিল। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।