জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারে চেক ও সঞ্চয়পত্র বিতরণ

গোপালগঞ্জে ছাত্রজনতার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের মধ্যে চেক ও সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ মে) সাড়ে বিকেল সাড়ে ৫টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শহীদ ছয়জন এবং আহত ২০ জনের পরিবারের মধ্যে এ চেক ও সঞ্চয়পত্র বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, শহীদ জিল্লুর শেখের বাবা মো. হাসান শেখ।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতান, সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মো. হারুন-অর-রশীদ, গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী প্রমুখ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ছয় শহীদ পরিবারকে ১০ লাখ টাকার করে সঞ্চয়পত্র এবং আহত ২০ জনের পরিবারকে এক লাখ টাকার করে চেক তুলে দেন অতিথিরা।