সমাপ্ত হলো ফিনিক্স সামিটের ‘ব্লু টিম ডে’

তিন দিনব্যাপী দেশের সবচেয়ে বড় সাইবার সিকিউরিটি সম্মেলন ‘ফিনিক্স সামিট-২০২৫’ এর প্রথম দিন সমাপ্ত হলো কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে। ‘ব্লু টিম ডে’ নামে প্রথম দিনের এই সম্মেলনে দেশি বিদেশি আলোচকদের আলোচনায় জমে উঠে এই সম্মেলন।
আজ বৃহস্পতিবার (২২ মে) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে দেশের তৃণমূল পর্যায়ের সাইবার সুরক্ষা আন্দোলন, ডিজিটাল নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হয় এই সম্মেলন।
এদিন সকাল ১১টায় টিম ফিনিক্সের ফাউন্ডার এন্ড চিফ অব রিসার্চ এ এস এম শামিম রেজা এই সম্মেলনের উদ্বোধন করেন। যেখানে দেশি বিদেশি আলোচক, কয়েকশ শিক্ষার্থী ও সাইবার কর্মী অংশগ্রহণ করেন।
এ এস এম শামিম রেজা বলেন, দেশের সাইবার সুরক্ষা, গবেষক, নীতিনির্ধারক ও নৈতিক হ্যাকারদের এক ছাদের নিচে এনে একটি নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যেই আমাদের এই আয়োজন।
এ এস এম শামিম রেজা আরও জানান, ফিনিক্স সামিট ২০২৫ হতে যাচ্ছে বাংলাদেশের সাইবার সিকিউরিটি জগতের এক যুগান্তকারী অনুষ্ঠান, যা দেশীয় ও বৈশ্বিক পর্যায়ে ডিজিটাল নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করবে।