ঝিনাইদহে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু
 
          কালীগঞ্জ থানা। ফাইল ছবি        
          ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া ও তালিয়ান গ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত মোহাব্বত আলীর (৬০) পর তার বড় ভাই ইউনুচ আলী (৬৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ বুধবার (৪ জুন) ভোরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত দুইজনই কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া গ্রামের হবিবার রহমানের ছেলে ও বিএনপি কর্মী।
এর আগে, গত রোববার (১ জুন) সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোহাব্বত আলী নিহত হন। এছাড়া আরও পাঁচজন আহত হন। আহতদের মধ্যে ইউনুচ আলীসহ চারজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর হাসপাতালে ভর্তি করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, মোহাব্বত আলী নিহতের ঘটনায় ইতোমধ্যে ৫৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে।

 
                   মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)
                                                  মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)
               
 
 
 
