মঞ্চে হঠাৎ পড়ে গেলেন জামায়াতের আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বক্তব্যের মাঝে হঠাৎ মঞ্চে পড়ে যান। কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে বক্তব্য দিতে গিয়ে আবারও ঢলে পড়েন জামায়াতের আমির। এর কিছুক্ষণ পর তিনি সমাবেশ মঞ্চে বসেই বক্তব্য দেন।
আজ শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্যে দেওয়ার সময় বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

এই বিষয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, গরমের কারণে তিনি (জামায়াতের আমির) খানিকটা অসুস্থ হয়ে পড়েন। একটু পরে তিনি বসেই বক্তব্য দেন।

আজ দুপুর ২টায় জামায়াতের জাতীয় সমাবেশ শুরু হয়। এর আগে গতকাল শুক্রবার (১৮ জুলাই) রাত থেকেই দলটির নেতা-কর্মীরা দেশের বিভিন্ন জেলা থেকে সমাবেশে আসতে শুরু করেন।

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাত দফা দাবির মধ্যে রয়েছে— লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন, সব গণহত্যার বিচার, মৌলিক সংস্কার বাস্তবায়ন, ‘জুলাই সনদ’ কার্যকর করা, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং এক কোটিরও বেশি প্রবাসী ভোটারের ভোটাধিকার নিশ্চিতকরণ।

উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এককভাবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক মঞ্চ সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে দলটি।