বিমান বিধ্বস্ত : জাতীয় বার্ন ইনস্টিটিউটে হটলাইন চালু
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের জরুরি সহায়তার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বর হলো ০১৯৪৯০৪৩৬৯৭।
আজ সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয়, সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। তাদের বেশিরভাগই হতাহত হয়েছে।
বিমান বিধ্বস্তের ঘটনায় বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত ১৬ জনের মৃত্যুর তথ্য জানা গেছে। দগ্ধ হয়েছেন নারী ও শিশুসহ অর্ধশতাধিক মানুষ, যাদের বেশিরভাগই শিক্ষার্থী।