শেখ হাসিনাকে পুশ ইনের দাবি নাহিদ ইসলামের

শেরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ভারতের উদ্দেশে বলেছেন, ‘পুশ ইন করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশ ইন করুন। শেখ হাসিনাকে পুশ ইন করুন।’
আজ রোববার (২৭ জুলাই) পদযাত্রা শেষে জেলা শহরের থানা মোড়ে পথসভায় নাহিদ ইসলাম এ দাবি করেন।
নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা দিল্লিতে বসে রয়েছেন। ভারত হাজার হাজার আওয়ামী লীগের সন্ত্রাসীকে আশ্রয় দিয়েছে। কিন্তু সীমান্ত দিয়ে ভারত প্রতিনিয়ত পুশ ইন করে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করছে। আমরা ভারত সরকারকে স্পষ্ট করে বলছি, সীমান্তে কোনো হত্যাকাণ্ড মেনে নেব না, সীমান্তে কোনো পুশ ইন মেনে নেব না। পুশ ইন করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের করুন। শেখ হাসিনাকে পুশ ইন করুন। আমরা আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাব।’
নাহিদ ইসলাম আরও বলেন, গণঅভ্যুত্থানের এক বছর হয়ে গেছে আমরা এখন পর্যন্ত কোনো দৃশ্যমান সংস্কার বা বিচার দেখতে পাইনি। আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় রয়ে গেছে, প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে। যারা প্রশাসনে ও পুলিশে আওয়ামী লীগের দোসর রয়েছে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।

পথসভায় সভাপতিত্ব করেন শেরপুরের এনসিপি প্রতিনিধি প্রকৌশলী মুহম্মদ লিখন। সভায় সামান্থা শারমিন, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, তাসনিম জারাসহ অন্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও বক্তব্য দেন।
পথসভার আগে কলেজ মোড়ে মাহবুবের শহীদ হওয়ার স্থান থেকে পদযাত্রা শুরু করেন এনসিপিনেতারা।