পুকুরে ডুবে চাচাতো ভাইবোনসহ ৩ জনের মৃত্যু

গোপালগঞ্জে পুকুরে ডুবে আপন চাচাতো ভাইবোনসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৮ আগস্ট) বিকেলে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাহপুর ইউনিয়নের পূর্ব নৈয়ারবাড়ি ও হিরণ ইউনিয়নের দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন পূর্ব নৈয়ারবাড়ি গ্রামের পংকজ জয়ধরের ছেলে কলেজ শিক্ষার্থী সজল জয়ধর (২০), তার চাচাতো বোন ১ম শ্রেণির শিক্ষার্থী শংকর জয়ধরের মেয়ে অনুশূয়া জয়ধর (৬) ও দক্ষিণ হিরণ গ্রামের এনায়েত শেখের ছেলে ইসাহাক শেখ (৪)।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
নিহত সজল জয়ধরের দুলাভাই কিশোর রায় জানিয়েছেন, সজল জয়ধর চাচাতো বোন অনুসূয়াকে ঘাড়ে বসিয়ে বাড়ির পাশের পুকুরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে সাঁতার কেটে যাচ্ছিলেন। কিন্তু মাঝ পুকুরে গেলে তার শ্বাসকষ্ট ওঠে দুর্বল হয়ে পড়েন। এ সময় অনুসূয়া তার ঘাড় থেকে পড়ে পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে সজলও পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা জাল টেনে তাদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্রেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শেখ মোহাম্মদ আসাদুজ্জামান দুজনকেই মৃত ঘোষণা করেন।
অপর দিকে কোটালীপাড়া থানার পরিদর্শক (এসআই) আল আমিন জানান, দক্ষিণ হিরণ গ্রামের বাড়ির পাশের পুকুর পাড়ে খেলাধুলা করছিল মিমু ইসাহাক। এ সময় অসাবধানবশত সে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শেখ মোহাম্মদ আসাদুজ্জামান জানান, বিকেলে ওই তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। সন্ধ্যার পর তিনজনের মরদেহ হাসাপাতাল থেকে পুলিশ থানায় নিয়ে যায়।
কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদহ তিনটি বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।