চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা আব্বাস
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে থাই এয়ারওয়েজের ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্য রওনা হন মির্জা আব্বাস।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গিয়েছেন।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশ্য রওনা হন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, চিকিৎসার জন্য স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে ব্যাংকক গেছেন মির্জা আব্বাস।

নিজস্ব প্রতিবেদক